একাদশ জাতীয় রোভার মুট ( উদ্বোধনী পর্ব )
বাংলাদেশ স্কাউটস এর দ্বিতীয় চতুর্বার্ষিক প্রোগ্রাম পরিকল্পনা অনুযায়ী ২৫-৩১ জানুয়ারি ২০১৭ জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের হাউজিং প্রকল্প, মানিকদহ, গোপালগঞ্জে একাদশ জাতীয় রোভার মুট বাস্তবায়ন করা হয়। মুটের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উক্ত মুটে আমিও একজন রোভার স্কাউট হিসেবে অংশগ্রহণ করি।