Eid for all 2020 (Eid food distribution)
"আমরা স্কাউট গ্রুপ, ঢাকা", বাংলাদেশ স্কাউটস, ঢাকা জেলা রোভার এর একটি সক্রিয় রোভার স্কাউট গ্রুপ। রোভারদের বিষয়ভিত্তিক প্রোগ্রাম বাস্তবায়ন এবং সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন ধরনের সমাজ উন্নয়ন ও সেবামূলক কাজে আমরা স্কাউট পরিবার সর্বদাই এগিয়ে আসে।
ঠিক সেইরকমেরই একটি ভিন্নধর্মী ইভেন্ট "সবার জন্য ঈদ" শিরোনামে ২০১৭ সাল থেকে "আমরা স্কাউট গ্রুপ, ঢাকা" বাস্তবায়ন করে আসছে।
সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ যারা ঈদের দিনও অর্থের অভাবে একটু ভালো খাবার মুখে তুলতে অপারগ, তাদেরকে আমরা ইদের দিন রান্না করবার মত বিনামূল্যে একটি প্যাকেজ বিতরণ করার চেষ্টা করি যেখানে থাকে একটি বোল এ করে সেমাই, চিনি, দুধ, নুডলস, তেল, লবন, রান্না করার মসলা, মেহেদী এবং অন্যান্য আনুষঙ্গিক জিনিসপত্র। তবে এবারের পরিস্থিতি বিবেচনা করে প্যাকেজে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি (চাল-ডাল) আসবে।
আমরা যথাক্রমে ২০১৭ সালে ৪০ টি পরিবার, ২০১৮ সালে ৬০ ,২০১৯ সালে ৮৫ টি পরিবারকে এই প্যাকেজটি পৌছে দিতে পেরেছি।
সেই সূত্রে এবারও আমরা পরিসর কিছুটা বৃদ্ধি করে ইভেন্টটি বাস্তবায়ন করতে উদ্যোগ গ্রহন করেছি।
"ঈদের খুশি ছড়িয়ে পড়ুক সকল প্রাণে, হাঁসি ফুঁটুক সবার মুখে।"