Eid For All 2019(eid food distribution)
Profile picture for user Scout boy shahadat_1
Bangladesh

Eid For All 2019(eid food distribution)

বিগত বছরগুলোর ন্যায় এবছরও আমরা স্কাউট গ্রুপ সবার জন্য ঈদ কর্মসূচী আয়োজন করে। এই কর্মসূচীতে মূলত দরিদ্র, অবহেলিত ও অভাবী মানুষজন যারা ঈদের বিশেষ এই দিনটিতেও নিজেদের অর্থিক সীমাবদ্ধতার কারনে দু-মুঠো ভালো-মন্দ খাবার মুখে তুলতে পারেন না, তাদের কাছে ঈদের দিন রান্না করবার মত প্রয়োজনীয় সকল সামগ্রী পৌছে দেয়া হয়। এই কর্মসূচি আমরা স্কাউট গ্রুপের সদস্য এবং পরিচালনা কমিটির সম্পূর্ন নিজস্ব অর্থায়নে আয়োজন করা হয়। ২০১৬ সালে প্রথমবারের মত আমরা স্কাউট গ্রুপ উদ্যোগ নেয় এটি আয়োজন করার। সেই বছর ৪০ টি পরিবারকে তাদের কাছে গিয়ে ঈদ সামগ্রী পৌছে দিয়ে কর্মসূচিটি বাস্তবায়ন ও এর যাত্রা শুরু করে। এর পর ২০১৭ সালে ৬০ টি পরিবারকে ঈদ সামগ্রী পৌছে দিয়ে এর ধারা অব্যাহত রাখা হয়। সেই ধারাবাহিকতাকে অক্ষুন্ন রেখে এবছরও ২০১৯ সালের ৩রা জুন আরও বড় পরিসরে আমরা স্কাউট গ্রুপ “সবার জন্য ঈদ” কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির আগের দিন আমরা স্কাউট গ্রুপের রোভার সদস্যরা বাজার কেনাকাটা এবং প্যাকিং সম্পূর্ন করে সকল প্রস্তুতি গ্রহন করে। ঈদ সামগ্রী হিসেবে এবার ছিলো একটি প্লাস্টিকের বোলে ২ রকমের লাচ্ছা সেমাই, চিনি, গুড়া দুধ, নুডুলস, স্বাদ মসলা, টমেটো সস, গরম মসলা, কিসমিস, জেলি, ২ টি মামা ওয়েফার এবং মেহেদী।
Number of participants
40
Service hours
120
Topics
Youth Programme
Personal safety

Share via

Share