Distribution of winter clothes 2019
"উষ্ণতায় ছড়িয়ে পড়ুক মানবতা!"
"শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে চলুন সবাই এগিয়ে আসি কাঁধে কাঁধ মিলিয়ে!"
আমরা স্কাউট গ্রুপ, ঢাকা; বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলা রোভারের একটি সক্রিয় মুক্ত রোভার ইউনিট! বিগত বছরগুলোর ন্যায় এবারও দলটি এই শীতে শীতার্ত মানুষদের পাশে দাঁড়াতে চায়! তবে এর জন্য দলটির প্রত্যেক সদস্যের সাথে সাথে আপনাদের সকলের সহযোগিতাও প্রয়োজন!
আমাদের দেশে শীতার্ত অসহায় পথশিশু ও তাদের পরিবারের অভাব নেই! তাই আমরা সবার মুখে হাঁসি ফোটাতে না পারলেও অন্তত অনেকগুলো পরিবারের মানুষগুলোর মুখে হাঁসি ফোটাতে চাই! শুধুমাত্র ঢাকাতেই নয় প্রয়োজনে এই সাহায্যের হাত আমরা বাংলাদেশের যেকোনো প্রান্তে পৌঁছে দিবো!