Distribution of winter cap among children 2020
আমরা স্কাউট গ্রুপ , ঢাকার পক্ষ থেকে ১০০ জন পথ শিশুদের মাঝে শীতের কান টুপি , ভেজলিন ও চকলেট বিতরণ করা হয় । পথশিশুদের পাশাপাশি অসহায় গরীব মানুষদের মাঝে কান টুপি ও ভেজলিন বিতরণ করা হয় । আজ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান , টিএসসি , কেন্দ্রীয় শহীদ মিনার , পলাশী মোড়ে এগুলো বিতরণ করা হয় । এতে অংশ গ্রহণ করে দলের ২৮ জন রোভার স্কাউট ও ৬ জন গার্ল ইন রোভার স্কাউট ।