Distributing Mask, Soap & Hand Sanitizer to the Poor People.
বাংলাদেশ স্কাউটস থেকে প্রেরিত নারায়ণগঞ্জ জেলা রোভার স্কাউটসের উদ্যোগে নারায়ণগঞ্জবাসীর জন্য হ্যান্ড স্যানিটাইজার, সাবান ও মাক্স বিতরণ কার্যক্রম।
নারায়ণগঞ্জ জেলার প্রেস ক্লাব থেকে শুরু করে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার পযর্ন্ত পথচারী, রিক্সা ও ভ্যান চালকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে এসব বিতরণ করা হয়।
কোভিড-১৯ মহামারী থেকে মানুষদের সচেতন করার উদ্দেশ্যে হ্যান্ড স্যানিটাইজার,সাবান, মাক্স বিতরণ করেন,নারায়ণগঞ্জ জেলা রোভার এর কমিশনার জনাব শরীর মোহাম্মদ আরিফ মিহির, কোষাধ্যক্ষ, জনাব প্রদীপ কুমার দাস, যুগ্ম সম্পাদক জনাব এইচ এম ফারুকুল ইসলাম ।
বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সরকারি তোলারাম কলেজে রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট মো. মেহেদী হাসান,রোভার মেট মো. রাব্বি, নারায়ণগঞ্জ কলেজ রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট মোঃ নবী হোসেন, হাজী মিছির আলী কলেজে রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট কবির হোসেন ও গার্ল-ইন রোভার নদী আক্তার, নারায়ণগঞ্জ ট্যাকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর সিনিয়র রোভার মেট আরাফাত হোসেন ও তোফাজ্জাল হোসেন।
#social_work
#COVID19Awareness
#Bangladesh_Scouts
#Narayanganj_District_Rover.