Profile picture for user munna.786s_1
Bangladesh

Dhekha Program at Samatat open scout group -2020

পরিবার বলিনা,সমতটে নিজেকে মেশাতে পারলে সমতটে সবাই এতোটা ইজি ইমাজিন করার মত না। আমি গ্রাম থেকে এসে রোভার হয়েছি সমতটে।নিজেকে মানিয়ে নিয়েছি।সবার সহযোগিতায় ন্যাশনাল লেভেলে কাজ করছি।আশা করি আপনারা ইন্টারন্যাশনাল লেভেলে যাবেন। কিন্তু এটার জন্য নিয়ম ও এক্টিভনেসটা খুবই জরুরি।আমরা সবাই এলাকাভিত্তিক আড্ডা দিয়ে নিজেরা ইজি হয়ে নিবো! লগ বইয়ের প্যারা দিয়া মাশাল্লাহ অনেক গালি খাইতেসি,কিন্তু এটা একটা মাইলস্টোন যে- ৭০% পোলাপান লগ বই জমা দিয়ে দীক্ষা নিচ্ছে। এটা আগে কখনোই হয়নাই।তোমরা সমতটে নিয়ম রক্ষার সংস্কৃতির সাথে খাপ খাওয়াতে শুরু করসো।কসম ভাই,তোরা যারা বাকি লগ বইটা কইরা দিয়া দে! এটা নিয়া আমি অন্তত খুবই প্রাউড যে, ওদের দীক্ষার প্রস্তুতি ও লগ বইয়ের চেলেন্জ আমি নিসিলাম। আর একটা কথা হইলো সবাই BS ID এর জন্য এপ্লাই করে নিবা খুব শীঘ্রই। সমতট একটা পারফেক্ট ফ্যামিলি।লিমিটেশনটা বুঝে আমরা মজা করি,শিখি, এখাবেই চলি। আর সমতটের বড় ভাইয়ারা তোমাদের খুব ভালো বন্ধুও,তোমার আপন বড় ভাই,আবার সমতটের ভাইরাই সময়মত এলাকা বড় ভাই। সবাইকে ধন্যবাদ, @Aninda Haider ভাই কৃতজ্ঞতা
Number of participants
79
Service hours
790
Topics
Youth Programme
Youth Engagement
Personal safety
Legacy BWF
Partnerships
SDGS

Share via

Share