Profile picture for user sk tarak
Bangladesh

ঢাকার মহাখালী খাজা টাওয়ারে অগ্নিকাণ্ড

ঢাকার মহাখালীর খাজা টাওয়ারের নিকান্ডের কারণে সম্পূর্ণ দেশে ইন্টারনেট যোগাযোগ ব্যাহত হয় ফলে অনেক টাকার ক্ষতি দেখা যায় এবং এই অগ্নিকাণ্ডের কারণে ছয় জন ব্যক্তির মৃত্যু হয় একটি দুর্ঘটনা কোনদিনই ভালো জিনিস বয়ে নিয়ে আসে না ফলে আমাদের এগুলোর প্রতি আরো বেশি সচেতন ও প্রশিক্ষণ দরকার যাতে পরবর্তীতে এরকম ক্ষতির সম্মুখীন হতে হয়।
প্রকল্পটি বাস্তবায়নের জন্য আমাদের প্রত্যেকটি দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে তা প্রতিরোধ করা এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো। এর থেকে শিক্ষা নিয়ে আমাদের অগ্নি নির্বাপক যন্ত্রপাতি হাতের কাছাকাছি রাখা যার ফলে কোন বড় দুর্ঘটনা হওয়ার ফলে তা নির্বাপন করা যায় এর ফলে কোন প্রকার বড় ক্ষতির সম্মুখীন হবে না। যদি কোন প্রকার অগ্নিকাণ্ড ঘটে তাহলে অতিরিক্ত এমার্জেন্সি সিঁড়ি তৈরি করা যার কারণে অগ্নিকান্ডে কারো প্রাণহানি না ঘটে এবং অগ্নিকাণ্ড ঘটলেও দ্রুত ফায়ার সার্ভিসকে জানানো।
প্রত্যেকটি বড় দুর্ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত এবং এর পরবর্তীতে যাতে এত বড় দুর্ঘটনা সম্মুখীন না হতে হয় তার ব্যবস্থা গ্রহণ করা। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক হারে হ্রাস পাবে । প্রত্যেকটি দুর্ঘটনায় কোনো না কোনো ক্ষতি বয়ে আনে তাই কোন প্রকারই দুর্ঘটনার পূর্বে তার পূর্ব ব্যবস্থা গ্রহণ করা উচিত।
Number of participants
1
Service hours
6
Beneficiaries
500
Location
Bangladesh
Topics
Personal safety
Humanitarian action
Interpersonal skills

Share via

Share