ঢাবি রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাঁবুবাস এবং দীক্ষা অনুষ্ঠান ২০১৯
বিগত ৩ অক্টোবর থেকে ৫ অক্টোবর ২০১৯ ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়।
বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান ২০১৯ এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. এএসএম মাকসুদ কামাল। উপরিউক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান স্কাউট ব্যক্তিত্ব বাংলাদেশ স্কাউটস এর জাতীয় কমিশনার (প্রোগ্রাম) জনাব মোহাম্মদ আতিকুজ্জামান রিপন । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সম্পাদক এবং প্রধান রোভার স্কাউট লিডার অধ্যাপক ড.এ কিউ এম মাহবুব।
ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি প্রাঙ্গনে তিন দিন ব্যাপী এই বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠানে রোভারদের প্রাথমিক প্রতিবিধান, বিপি পিটি, ব্যক্তিগত স্বাস্থ্য, স্কাউট ওন, তাঁবুবাসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়। প্রায় নব্বই জন রোভার ও গার্ল ইন রোভারদের দীক্ষা দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান ২০১৯ সফলভাবে সম্পন্ন হয়।