ঢাবি রোভার স্কাউট গ্রুপের বার্ষিক শিক্ষা সফর এবং ওয়ান ডে ক্যাম্প

বিগত ৭ মার্চ ২০২০ ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের বার্ষিক শিক্ষা সফর এবং ওয়ান ডে ক্যাম্প অনুষ্ঠিত হয় গাজীপুরের মৌচাকে অবস্থিত জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে। ৭মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় এর টিএসসি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এর তিনটি পরিবহনে ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রপ রওনা দেয় গাজীপুরের লক্ষ্যে। মৌচাকে পৌঁছে প্রথমে ক্রু-মিটিং অনুষ্ঠিত হয় যেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউট এর নির্বাহী পরিচালক জনাব আরশাদুল মুকাদ্দিস এবং জাতীয় উপ-কমিশনারগণ। পরবর্তীতে রোভার স্কাউট এবং গার্ল ইন রোভার স্কাউটদের জন্য ছিল বিভিন্ন ক্রীড়া ইভেন্ট। দৌড়,বালতিতে বল ছোঁড়া, বেলুন ফাটানো, হাড়ি ভাঙা, কপালে টিপ লাগানোসহ নানা মজাদার ইভেন্ট। খেলাধুলা পরবর্তী দুপুরে খাবার গ্রহণ করা শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত হয় লটারির ড্র। ড্র শেষে রোভারদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরে আসে। ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের শিক্ষা সফর এবং ওয়ান ডে ক্যাম্প ২০২০ সফলভাবে সম্পন্ন হয়।
Number of participants
150
Service hours
2100
Topics
Youth Engagement
Youth Programme
Personal safety

Share via

Share