ঢাবি কুইজ সোসাইটিকে ঢাবি রোভার স্কাউট গ্রুপের সেবাদান কার্যক্রম

বিগত ১সেপ্টেমবার ২০১৯ ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ ঢাকা বিশ্ববিদ্যালয় কুইজ সোসাইটির কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে সেবাদান কার্যক্রম পরিচালনা করে। ঢাকা বিশ্ববিদ্যালয় কুইজ সোসাইটির কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে সেবাদান কার্যক্রম পরিচালনার সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট জনাব মাসুদ আল হাসান, সিনিয়র রোভার মেট জনাবা রাবেয়া, রোভার মেট জনাব আবু মুছা,রোভার মেট জনাব মাহবুবুর রহমান সাজিদ,রোভার মেট জনাব শামীম শরীফ, রোভার মেট জনাবা আঁখি আরা জামান আনন্দী, রোভার মেট জনাবা নিগার সুলতানা সুপ্তি,সদস্য মোঃ ওসমান গনি শুভ, সদস্য শাহীন আলম,সদস্য নাজনীন নাহার,সদস্য নূরে আলম সিদ্দিকী, সদস্য মোঃ শাফায়েত হোসেন, সদস্য নাজমুল কায়েস সিয়াম , সদস্য সাব্বির আল মাহফুজসহ ২০জন চৌকস এবং দক্ষ রোভার। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সেবাদান কার্যক্রমের ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় কুইজ সোসাইটির প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন হয়।
Number of participants
20
Service hours
200
Topics
Youth Programme
Youth Engagement
Personal safety

Share via

Share