Bangladesh

দূর্বার মুক্ত স্কাউট গ্রুপের ৩৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

দ্বিতীয় জাতীয় কমিউনিটি বেইজড স্কাউট ক্যাম্প ২০২০ চলাকালীন সময় গত ২০ ফেব্রুয়ারি ২০২০ তারিখে দূর্বার মুক্ত স্কাউট গ্রুপের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী ছিল। দূর্বার মুক্ত স্কাউট গ্রুপের তাঁবুর সামনে কেক কেটে ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। কেক কাটেন জনাব কাজী নাজমুল হক নাজু, সহ-সভাপতি সাংগঠনিক কমিটি ও প্রধান সমন্বয়ক জাতীয় কমিউনিটি বেইজড স্কাউট ক্যাম্প এবং জাতীয় কমিশনার (এক্সটেনশন স্কাউটিং), এতে আরো উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ শাহীন রাজু জাতীয় উপ-কমিশনার (এক্সটেনশন স্কাউটিং) ও সভাপতি, দূর্বার মুক্ত স্কাউট গ্রুপ, জনাব মোঃ মশিউর রহমান জাতীয় উপ-কমিশনার (প্রোগ্রাম), জনাব মোঃ আবুল খায়ের, জনাব প্রদীপ কুমার নাহা আঞ্চলিক উপ-কমিশনার (প্রশিক্ষণ) সহ আরো অনেকে। এ সময় জনাব কাজী নাজমুল হক নাজু স্যার দূর্বার মুক্ত স্কাউট গ্রুপের তাঁবু এরিনা পরিদর্শন করেন। দূর্বার মুক্ত স্কাউট গ্রুপের এ আয়োজনে আমরা এ সকল গুনী ব্যক্তিত্বদের কে পেয়ে খুবই আনন্দিত। এজন্য দূর্বার মুক্ত স্কাউট গ্রুপের পক্ষ থেকে আমরা সকল স্যারদের কে জানাই আন্তরিক ধন্যবাদ।
Started Ended
Number of participants
57
Service hours
456
Topics
Personal safety
Partnerships
SDGS

Share via

Share