Profile picture for user sadnan_gosg
Bangladesh

দুর্যোগ সময়ে লক্ষ্মীপুরে রোভার স্কাউটদের সেবা দান

স্কাউট হিসেবে মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করার আদর্শ আমাদের সবসময় অনুপ্রাণিত করে। যখন লক্ষ্মীপুরসহ আশেপাশের এলাকায় বন্যার প্রভাব দেখে মানুষের দুর্দশা প্রত্যক্ষ করলাম, তখনই আমাদের মনোভাব ছিল তাদের সাহায্য করার। স্কাউটিং-এর নীতিমালা অনুযায়ী, বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানোর দায়িত্ব বোধ থেকেই আমরা ত্রাণ কার্যক্রমে যুক্ত হই।
ত্রাণ কার্যক্রমটি তিনটি ধাপে সম্পন্ন হয়: প্রথমে ঢাকায় ত্রাণ সামগ্রী সংগ্রহ করা, তারপর সেগুলো প্যাকেটিং করা, এবং শেষে লক্ষ্মীপুরে গিয়ে বিতরণ করা। লক্ষ্মীপুর পৌঁছে, দল চার ভাগে বিভক্ত হয়—রান্না, ত্রাণ সংরক্ষণ, বন্যাকবলিত এলাকায় ত্রাণ পৌঁছানো, এবং ঘরে ঘরে বিতরণ। স্থানীয় শিশুদের ভেলা ব্যবহার করে বন্যার পানিতে ত্রাণ পৌঁছানো হয়। পাশাপাশি, রান্না করা খাবারও বিতরণ করা হয়, যা মানুষদের সাময়িক স্বস্তি দেয়।
এই অভিজ্ঞতা আমাদের অনেক কিছু শিখিয়েছে। বন্যার সময় স্কাউটদের দলবদ্ধ কাজের গুরুত্ব ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তা স্পষ্ট হয়েছে। ত্রাণ বিতরণের মাধ্যমে স্থানীয় জনগণের সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছে, যা ভবিষ্যতে কার্যক্রমকে আরও উন্নত করবে। এই ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ আমাদের দায়িত্ব ও কৌশলের গুরুত্ব বুঝতে সহায়তা করেছে, যা ভবিষ্যতে আরও ভালো প্রস্তুতি নিতে সাহায্য করবে।
Started Ended
Number of participants
1
Service hours
12
Beneficiaries
400
Location
Bangladesh
Topics
Better Choice
Civic engagement
Humanitarian action

Share via

Share