দরিদ্রের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ।
3/4 মাস আগে রক্ত নির্ণয় করার জন্য অনেক অর্থের প্রয়োজন হতো এবং এই সমস্যা নিয়ে দরিদ্র, অসহায় এবং টাকার অভাবে রক্ত নির্ণয় করতে পারছে না তাদের জন্য আমরা স্কাউটরা এবং আমাদের বড় রোভার ভাইরা মিলে এই প্রকল্পটি নিয়ে কাজ শুরু যা হচ্ছে "বিনামূল্যে রক্ত নির্ণয় কর্মসূচি" এবং এ জন্য আমরা আনুপ্রানিত হই।
আমরা আমাদের প্রকল্পটি সিক্কাটুলি পার্কে আয়োজন করেছি । এই প্রকল্পে আমরা মিল্লাত উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপের সদস্য এবং 'ইয়ুথ'স ফাউন্ডেশন' নামক সেচ্ছাসেবী সংস্থার সদস্যরা একত্রে যৌথভাবে করি। প্রথমে আমরা একটি সুন্দর মঞ্চ তৈরি করি যাতে সকলে আকর্ষিত হয়। তারপর ছেলে এবং মেয়েদের দুইটি লাইন তৈরি করি তারপর একজন ছেলে এবং পরবর্তীতে একজন মেয়ে রক্তের গ্রুপ নির্ণয় করা সুযোগ করে দেই। এবং আমরা প্রকল্পটি সুন্দর ও শৃঙ্খলার সাথে শেষ করি।
এই প্রকল্প থেকে প্রায় 1260 জনের থেকে বেশি মানুষ উপকৃত হয়েছে বলে আমি মনে করি। এবং জনগণ ও সম্প্রদায়ের এর ফলে সকলে তাদের রক্তের গ্রুপ কি? তা নির্ভুলভাবে জানতে পেরেছে।
এই প্রকল্পে আমি যৌথভাবে কাজ করা, মানুষদের সহযোগিতা এবং সকলের সাথে ভ্রাতৃত্ববোধ গড়ে তোলা ইত্যাদি বিষয়ে জ্ঞান লাভ করেছি ।