দরিদ্র কৃষকের জমিতে ধানরোপণ ২০২০ ইং
আমার গ্রামের একজন দরিদ্র কৃষক তার অর্থিক সমস্যা কারণে এক বিঘা জমিতে ধান রোপণ করতে না পারায়। আমি নিজের উদ্যোগে তাকে বললাম আমি আপনার জমিতে ধান রোপণ করে দিবো এর বিনিময়ে কিছু দিতে হবে না। আমি আমার সাথে আরো কয়েক জনকে নিয়ে দরিদ্র কৃষকের জমিতে ধান রোপণ করে দিই।এতে ঐ কৃষক অনেক খুশি হয়।আমারাও তাকে সাহায্য করতে পেরে অনিন্দিত।