দরিদ্র কৃষকের ধান কর্তন-২০২০
আমার গ্রামের একজন দরিদ্র কৃষক টাকার অভাবে তার অনেক কষ্টে ফলানো সোনালী ফসল ধান কাটতে না পারায়। আমার কয়েক জন রোভার স্কাউট মিলে তার ধান কেটে দিয়। এতে কৃষক ও খুশি আমরাও অনেক খুশি তার ধান কেটে দিতে পেরে। মানব সেবায় রোভারিং এই স্লোগান নিয়ে এগিয়ে যাবো ইনশাআল্লাহ।