Profile picture for user scout_rabbi_1
Bangladesh

দিনমজুর শ্রমিকদের ইফতার (খাবার) বিতরণ

দিন মজুর মানুষ যারা খাবার কিনে খেতে পারে না তাদের জন্য আমাদের কিছু করার চিন্তা থেকে আমাদের এই কাজ করার ইচ্ছা হয়।
করোনাকালীন সময়ে গরীব অসহায় দিন মজুর মানুষ যারা দিন আনে দিন খায়,তাদের রমজান মাসে রোজা রাখার পর ভালো খাবার খাওয়ার সাধ্য বা সামর্থ্য থাকে না। তাদের কষ্টের কথা চিন্তা করে আমরা নিজেরা খিচুড়ি ও মাংস রান্না করে নিজেরা ২০০ প্যাকেট করি।ভ্যান এ করে প্যাকেট নিয়ে তা চাদর দিয়ে ঢেকে বের হই এবং রিকশাওয়ালা, গার্মেন্টসকর্মী,অসহায় মানুষদের দিয়ে সহযোগিতা করার চেষ্টা করি।
২০০ দিন মজুর মানুষ, রিকশাওয়ালা, গার্মেন্টস কর্মীদের ও দুস্থমানুষ সারাদিন কিছু না খেয়ে রোজা রাখার পর আমাদের সরবরাহকৃত খাবার খেয়ে তাদের পুষ্টি চাহিদা মিটাতে পারে। রমজান মাসে মুসলমানরা সারাদিন না খেয়ে থাকে।তাদের ভালো খাবার প্রয়োজন হয়।করোনা চলাকালীন অনেক খেটেখাওয়া মানুষের সেই সাধ্য থাকে না। আমাদের সকলের একটু করে সহায়তা তাদের জীবন সহজ ও সুন্দর করে দেয়।
Started Ended
Number of participants
25
Service hours
8
Beneficiaries
200
Location
Bangladesh
Topics
Culture and heritage
Health lifestyles
Healthy Planet

Share via

Share