দিনাজপুর অঞ্চলে৭২তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স
Profile picture for user Ahasnat_1
Bangladesh

দিনাজপুর অঞ্চলে৭২তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স

বাংলাদেশ স্কাউটস, দিনাজপুর অঞ্চলের পরিচালনায় নবাবগঞ্জ উপজেলা স্কাউটস এর ব্যবস্থাপনায় গত ৬ থেকে ১০ ফেব্রুয়ারি ২০১৯ পর্যন্ত দাউদপুর ডিগ্রী কলেজ, নবাবগঞ্জ, দিনাজপুরে অনুষ্ঠিত হয় ৭২ তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স। আগামী ২৬ মার্চ ২০১৯ইং তারিখে দিনাজপুর জেলাকে শতভাগ স্কাউট জেলা হিসেবে ঘোষণার লক্ষ্যে জেলা প্রশাসক মহোদয় এর নির্দেশে কোর্সে অংশগ্রহণ করে নবাবগঞ্জ উপজেলার ৩০ টি মাধ্যমিক বিদ্যালয় থেকে প্রেরিত শিক্ষকগন ও রোভার সহ মোট ৩৬ জন। ৬ ফেব্রুয়ারি ২০১৯ অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মশিউর রহমান কোর্সের শুভ উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানের শুরুতে দিনাজপুর অঞ্চলের সম্পাদক মোঃ আব্দুল মোন্নাফ প্রশিক্ষনার্থীদের স্বাগত জানান এবং আন্তরিকতার সহিত সেশনে মনোনিবেশ করার আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন কোর্স লিডার মোঃ আমিনুল ইসলাম সহ প্রশিক্ষক ও কোর্স স্টাফবৃন্দ।  ৯ ফেব্রুয়ারি যথাযথ মর্যাদায় অনুষ্ঠিত হয় মহা তাঁবু জলসা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমান। তিনি অগ্নি প্রজ্জলনের মাধ্যমে শুভ উদ্বোধন ঘোষণা করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক কমিশনার (প্রশিক্ষণ) মোঃ মাহাবুবুল ইসলাম, দিনাজপুর অঞ্চলের সম্পাদক মোঃ আব্দুল মোন্নাফ,দাউদপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ বেলাল হোসেন, নবাবগঞ্জ উপজেলা স্কাউটস এর নির্বাহী কমিটির সদস্যবৃন্দ,কোর্স লিডার,প্রশিক্ষক,কোর্স স্টাফ সহ প্রশিক্ষনার্থী বৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার, সকল প্রশিক্ষনার্থীদের আগামী এক মাসের মধ্য প্রত্যেক স্কুলে দল গঠনের নির্দেশনা দেন। ১০ ফেব্রুয়ারি বিকাল ৩ টায় দীক্ষা প্রদান শেষে সামিং আপ ও সনদপত্র বিতরণ করা হয়। নবাগত লিডারদের স্বাগত জানিয়ে স্কাউটিং আন্দোলন কে বেগবান করার জন্য বস্তুনিষ্ঠ ভাবে কাজ করার জন্য আহবান জানান এবং পতাকা নামানোর মধ্য দিয়ে কোর্সের সমাপ্তি ঘোষণা করেন কোর্স লিডার।
Started Ended
Number of participants
46
Service hours
2530
Location
Bangladesh
Topics
Personal safety
Youth Engagement
Partnerships
Growth
Communications and Scouting Profile

Share via

Share