দীক্ষা ক্যাম্প ২০১৯
সরকারি তোলারাম কলেজ রোভার স্কাউট গ্রুপের বার্ষীক দীক্ষা প্রতিবারের মতো এবারো সবুজ পাহাড়ে ঘেরা।প্রকৃতির একট অপরূপ স্থান বান্দরবান এর "বগালেক" এ আয়োজন করা হয় উক্ত দীক্ষা ক্যাম্পে ছেলে এবং মেয়ে মিলিয়ে মোট ৩৪ জন রোভার এবং গার্ল-ইন রোভার স্কাউট দীক্ষা গ্রহণ করে বাংলাদেশ স্কাউট এর সদস্য হয়।