দীক্ষা অনুষ্ঠান ও ডে ক্যাম্প - ২০১৯
গত ৩০শে এপ্রিল থেকে ২মে ২০১৯, ঢাকার রমনা পার্কে অনুষ্ঠিত হয় নতুনদের দীক্ষা অনুষ্ঠান ও ডে ক্যাম্প।
উক্ত দীক্ষা অনুষ্ঠানে ৮জন রোভার ও ৭ জন গার্ল ইন রোভারকে দীক্ষা প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে আমি একজন স্বেচ্ছাসেবী হিসেবে অংশগ্রহণ করি।
আমিসহ মোট ৫০জন (রোভার স্কাউট, গার্ল ইন রোভার, রোভার স্কাউট লিডার,সম্পাদক মহোদয় এবং সভাপতি মহোদয় ) উপস্থিত ছিলেন।