দীক্ষা অনুষ্ঠান
স্কাউট শাখায় নবাগতের ৩ মাস কার্যক্রম সম্পন্ন করার পর একজন নবাগত দীক্ষা অনুষ্ঠানের মাধ্যমে স্কাউটিং জীবনে প্রবেশ করে। একজন স্কাউট এর স্কাউটিং জীবনে সবচেয়ে বড় অর্জন হলো দীক্ষা পাওয়া। তাই সকল স্কাউটের জীবনের দীক্ষা অনুষ্ঠানটি একটি স্মরণীয় দিন হয়ে থাকে। স্কাউটিং জীবনে দীক্ষা অনুষ্ঠান এমন একটি দিন যেখানে স্কাউট লিডার দীক্ষা প্রাপ্তদের স্কাউট সালাম প্রদান করে।