দীক্ষা অনুষ্ঠান-২০১৯
গত ২৮ জুলাই ২০১৯ রাজশাহী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের নব রোভার হিসেবে আমি সহ আমরা মোট ১৫ জন রোভার সহচর পর্যায় থেকে দীক্ষা অনুষ্ঠানে দীক্ষা গ্রহণ করে রোভার সদস্য স্তরে পর্দাপণ হই।এর আগে ২৭ জুলাই ২০১৯ ইং নব রোভারদের হাইকিং ও আত্মশুদ্ধি করা হয়।
রোভারদের ব্যাজ পরিয়ে দিচ্ছেন রাঃ বিঃ রোভার স্কাউট গ্রুপ- এর সম্পাদক মহা. নাসিম রেজা স্যার এবং সবেক গ্রুপ সম্পাদক শ্রদ্ধেয় মোঃ আবুল কালাম(বাদশা) স্যার।