
ডেঙ্গু সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
মানুষ তাদের অসাবধানতার কারনে ডেঙ্গুতে ভুগে।এজন্য সকলের উচিৎ যেখানে সেখানে পানি জমতে না দেওয়া এবং পাশাপাশি পরিস্কার নিজে রাখা এবং অন্যদের সচেতন করা।
আমি এবং আমার রোভার স্কাউট ইউনিট এবং আমাদের জেলা রোভারের বিভিন্ন সদস্যবৃন্দ পরামর্শ করে নির্দিষ্ট দিন ঠিক করে ১২জন রোভার মিলে আমাদের জেলা স্টোডিয়ামের বিভিন্ন স্থানে জমে থাকা পানিতে ডেঙ্গু প্রতিরোধ স্প্রে মারি এবং পাশের এলাকায় গিয়ে মানুষকে সচেতন করি।এবং এর প্রতিরোধ ও প্রতিকার সম্পর্কে জানাই
একটি প্রকল্প একায় না করে দল হয়ে করলে খুব তারা তারি তা বাস্তবায়ন করা সম্ভব।ছোট ছোট দল হয়ে কাজ করলে এক সাথে অনেক সংখ্যক মানুষকে সচেতন করা সম্ভব ।