ডেঙ্গু প্রতিরোধে ঢাকা কলেজে রোভার স্কাউটের পরিচ্ছন্নতা কর্মসূচী
ডেঙ্গু ভাইরাস প্রতিরোধে এডিস মশার সম্ভাব্য প্রজনন স্থান সমূহ বিনষ্টের লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সহযোগীতায় ঢাকা কলেজে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচী পালন করেছে ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপ।
'নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি,সবাই মিলে সুস্থ থাকি' স্লোগানকে সামনে রেখে ঢাকা কলেজ ক্যাম্পাসে এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন রোভার স্কাউট সদস্যরা।
পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচীতে কলেজের অধ্যক্ষ অধ্যাপক নেহাল আহমেদ এ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর ১৮ নং ওয়ার্ড এর কাউন্সিলর এবং ঢাকা কলেজের প্রাক্তন শিক্ষার্থী জসিম উদ্দিন।
পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে সকালে প্রায় অর্ধশতাধিক রোভার স্কাউট সদস্যদের নিয়ে কলেজ ক্যাম্পাসে সচেতনতামূলক এক র্যালী বের করা হয়। র্যালীতে উপস্থিত ছিলেন, ঢাকা কলেজের অধ্যক্ষ এবং ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপের সভাপতি অধ্যাপক নেহাল আহমেদ, উপাধ্যক্ষ এটিএম মইনুল হোসেন, শিক্ষক পরিষদের সম্পাদক আব্দুল কুদ্দুস শিকদার, ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপের গ্রুপ স্কাউট লিডার মোহাম্মদ আনোয়ার মাহমুদ, কোষাধ্যক্ষ মোসাঃ আয়েশা আক্তার, রোভার স্কাউট লিডার মামুনুর রশীদ, সিনিয়র রোভার মেট মোঃ শাওন আলী, মোঃ আবু বকর সিদ্দিক, মোঃ রাজিব হোসেন, কেএম তারেক আজিজ সুমন, প্রশান্ত চৌহান সহ প্রমুখ।
র্যালী শেষে সচেতনতামূলক পথসভায় ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক নেহাল আহমেদ বলেন, এডিস মশা নিয়ন্ত্রণে নিজ নিজ এলাকা সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। আসলে আমরা সবাই যদি সচেতন হই, তাহলে কোথাও কোনো ময়লা-আবর্জনা পড়ে থাকার কথা নয়। নাগরিক হিসেবে আমাদেরও দায়িত্ব আছে নিজের নগর পরিষ্কার রাখার। যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলার বদভ্যাস আমাদের পরিত্যাগ করতে হবে। আমরা সবাই যদি এভাবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ময়লা আবর্জনা পরিষ্কারের উদ্যোগ নিই, তাহলে অপরিচ্ছন্নতা বলতে কিছু থাকবে না।
র্যালী শেষে রোভার স্কাউটরা কলেজের প্রশাসনিক ভবনের আশেপাশের ময়লা আবর্জনা এবং ঝোপ জঙ্গল এবং শিক্ষক কোয়ার্টারের সামনের আগাছা পরিষ্কার করে।
ঢাকা করেজ রোভার স্কাউট গ্রুপের গ্রুপ স্স্কাউট লিডার মোহাম্মদ আনোয়ার মাহমুদ বলেন, শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টি ও এই কাজে অভ্যস্ত করার জন্য আমরা এই ধরনের আয়োজন করেছি। আমাদের চারপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের সকলের।
আগামীতে আরো বৃহৎ পরিসরে এধরনের উদ্যোগ নেয়া হবে বলেও জানান তিনি।
ধন্যবাদান্তে
মোঃ রাকিবুল হাসান তামিম
রোভার মেট
ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপ