“ডেঙ্গু প্রতিরোধে চারপাশ পরিচ্ছন্ন রাখতে সাধারণ শিক্ষার্থীদের মাঝে সচেতনতা তৈরির ক্যাম্পেইন”
“নিজ আঙিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি ” এ পতিপাদ্যে ঢাকা কলেজে ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতা সৃষ্টি, এডিস মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে দিনব্যাপী সচেতনতামূলক র্যালি, জৈবিক পদ্ধতিতে এডিস মশা দমন ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি ২০২০) এ সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০টায় রোভার স্কাউট সদস্যরা সচেতনতা সেমিনার উপলক্ষে র্যালী করে। র্যালীটি কলেজের মূল ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শহীদ আ.ন.ম নজীব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে সেমিনারে মিলিত হয়। সেমিনারে বক্তারা বলেন, ঝোপ-ঝাড় পরিস্কার রাখা, টবে পানি জমতে না দেওয়া, ময়লা আবর্জনা যেখানে সেখানে না ফেলা,ধূমায়িত করা এবং জৈবিক পদ্ধতি সব কিছুর সমন্বিত পদ্ধতির মাধ্যমে এই দুর্যোগ মোকাবেলা সম্ভব।