ডেঙ্গু মশার বিস্তার রোধে পরিচ্ছন্নতা অভিযান

জলবায়ু পরিবর্তনের কারণে বছরের এ সময়ে বৃষ্টির দেখা মিলছে। অসময়ে বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে পানি জমে থাকায় মশার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। এজন্য আমরা একটি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হাতে নেই।
প্রথমে আমি এবং আমার দলের সদস্যরা একে অপরের সাথে আলোচনা করি। তারপর একটি নিদিষ্ট দিন এবং সময় নির্ধারণ করে ফেলি। অত:পর উক্ত দিনে আমরা ডেঙ্গু মশার বিভিন্ন আবাসস্থল ধ্বংস করি এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন করি।
এ প্রজেক্ট থেকে আমরা শিখতে পারি- ১। এডিস মশার আবাসস্থল সম্পর্কে। ২। ডেঙ্গু রোগের ভয়াবহতা সম্পর্কে। ৩। দলীয় ভাবে কাজ সম্পন্ন করতে।
Number of participants
30
Service hours
5
Beneficiaries
500
Location
Bangladesh
Topics
Humanitarian action
Personal safety
Youth Engagement

Share via

Share