ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে সচেতনতামুলক র‍্যালি
Profile picture for user S_r_pranto_1
Bangladesh

ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে সচেতনতামুলক র‍্যালি

এডিস মশা ও ডেঙ্গু জ্বর" নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌ-বাহিনী কাপ্তাই শহীদ মোয়াজ্জেম ঘাঁটির কপ্তাই জেলার নেী স্কাউটসের উদ্যোগে বুধবার (৮ আগস্ট) কাপ্তাই উচ্চ বিদ্যালয় এবং কর্ণফুলী কলেজ মাঠে প্রচার ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কাপ্তাই বিএন স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম, কাপ্তাই ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক, সহকারী প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবুসহ নৌ-ঘাঁটির সদস্য, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, বিএন স্কুল এন্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং নৌ-স্কাউটসের ইউনিট লিডার্স ও স্কাউটসরা অংশগ্রহণ করে। কর্মসূচীর শুরুতে তারা জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে ব্যানার ফেস্টুন এবং ডেঙ্গু বিষয়ক ছবি প্রদর্শন করে জনসাধারণকে তাদের করণীয়' বিষয়ে পরামর্শ প্রদান করা হয়।
Number of participants
60
Service hours
360
Location
Bangladesh
Topics
Growth
Partnerships
Good Governance
Legacy BWF
Youth Programme

Share via

Share