ডেঙ্গু বিষয়ক সচেতনতা কার্যক্রম
সম্প্রীতি বাংলাদেশ " এর উদ্যোগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর সহায়তায় ২৫/০৮/২০১৯ তারিখে গুলশান এ দিন ব্যাপী ডেঙ্গু বিষয়ক সচেতনতা কার্যক্রমের কাজ শুরু হয় । এতে অংশ নেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র জনাব আতিকুল ইসলাম সহ বিশেষ ব্যক্তিবর্গ । পাশাপাশি অংশগ্রহণ করি আমরা ২৭ জন রােভার স্কাউট সেচ্ছাসেবক । এই কাজে অংশগ্রহন করতে পেরে আমদের সকলের ভালােই লেগেছে । #happy_scouting #quality_scouting Scouts creating a Better World