ডেংগু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন।
আমাদের এলাকায় ডেংগুর মশার উৎপাত খুব বেড়েছে। প্রতিদিন অনেক মানুষ ডেংগু জ্বরে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন। তাই আমরা ডেংগু প্রতিরোধে ভিবিন্ন এলাকায় গিয়ে মানুষকে সচেতন করেছি।
আমরা ২০জন সদস্য নিয়ে দলে ভাগ হয়ে এই ক্যাম্পেইন টি পরিচালনা করি। আমরা এই ক্যাম্পেইন চালানোর জন্য লিফলেট ব্যাবহার করেছি। আমরা ২দিনে মোট ৮টি এলাকায় গিয়ে মানুষের ভিতরে সচেতনতা সৃষ্টি করার চেস্টা করি।
যেকোন দূর্যোগ এ আমারা একত্রে কাজ করলে সহজেই সেটির সমাধান করা সম্ভব।