ডেমরার কোনাপড়া ১০ তালা ভবন এ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাথে কাজ এর সময়।
আনুমানিক বিকেল ৫টার সময় ডেমরা কোনাপাড়া ভুট্ট চক্তরে একটি ১০ তলা ভবনে লাইটের কারখানা ভয়াবহ আগুন লাগে। ভোর ৫ টার সময় ফায়ার সার্ভিসের ১৬ টা ইউনিট সহ আমরা স্কাউট গ্রুপ, ঢাকা, ভলেন্টিয়াররা হিসেবে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের সাথে।