crew meeting (13 march,2020)
আজ ১৩ মার্চ-২০২০ শুক্রবার সকাল ১০.৩০মিনিটে আমরা স্কাউট গ্রুপে যোগদানকৃত নতুন রোভারদের নিয়ে নিয়মিত ক্রুমিটিং অনুষ্ঠিত হয়। ক্রুমিটিং পরিচালনা করেন গ্রুপের নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা রোভারের সহকারি কমিশনার(সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য) জনাব মোঃ বাদশাহ আলমগীর এছাড়া আরো উপস্থিত ছিলেন সিনিয়র রোভার মেট, রোভার মেট, সহকারি রোভার মেট ও সিনিয়র রোভার স্কাউটবৃন্দ। ক্রুমিটিং এ নব-যোগদানকৃত রোভার সহচরদের পরিচিতি, CBSC Camp-2020 সম্পর্কে পর্যালোচনা ও সহচর পর্যায়ের রোভার প্রোগ্রাম সম্পর্কে ধারণা দেওয়া হয়।