ছাত্রছাত্রীদের ভর্তিযুদ্ধে রোভারদের সহযোগিতা
Profile picture for user karima Alam Tumpa_1
Bangladesh

ছাত্রছাত্রীদের ভর্তিযুদ্ধে রোভারদের সহযোগিতা

ছাত্র-ছাত্রিদের ভর্তিযুদ্ধে রোভারদের সহযোগিতা ২৩ই সেপ্টেম্বর ২০২০, এইদিনে আমাদের প্রতিষ্ঠানে ২০২০-২০২১ সেশনের ছাত্র-ছাত্রিদের ভর্তি শুর হয়। আমাদের প্রতিশঠানটিতে সকাল ৯.৩০ থেকে ভর্তি কার্যক্রম শুর হয়। আমরা রোভাররা সকাল ৮.০০ এর মদ্ধে নিজেদের প্রতিষ্ঠানে উপস্থিত হই এবং সকলের যেন কোন বিষয়ে অসুবিধা না হয় সেদিকের বেবস্থা করতে থাকি, যেমনঃ ছাত্র-ছাত্রি এবং অভিভাবকদের ভিতরে ঢোকানোর আগে অনাদের হাত ধোয়া এবং তাদের হাতে স্যানিটাইজার ব্যাবহার করা, ওনাদের জন্য বসার বেবস্থা করা ইত্যাদি। যখন ছাত্র-ছাত্রি এবং অভিভাবকদের আসা-যাওয়া শুর হয় তখন তাদের বিভিন্ন বিষয়ে সাহায্য করা, যেমনঃ কোন ডিপার্টমেন্ট এর ভর্তি ফর্ম কোথায় দেওয়া হচ্ছে সেই বিষয়ে জানানো, ফর্ম পুরনে সাহায্য করা, টাকা কোথায় জমা নেওয়া হচ্ছে সেই বিষয়ে জানানো এবং তা নিয়ে সাহায্য করা ইত্যাদি। আর আমরা সব চেয়ে বেশি সচেতন ছিলাম ৩ জায়গায়। ১. প্রবেশের পথে সবাইকে মাস্ক পরিধান করতে বলা এবং হাত স্যানিটাইজ করতে বলা। ( আমাদের হাতে স্যানিটাইজার দেওয়া হয়েছিল তাই দিয়ে আমরা ওনাদের হাত স্যানিটাইজ করিয়েছি।) ২. যেখান থেকে ভর্তি ফর্ম নেওয়া হচ্ছে সেখানে ভিড় না করে দূরত্ব বজায় রেখে দাড়া করানো। ৩. টাকা জমা দেওয়ার স্থানে দূরত্ব বজায় রেখে দাড়া করানো। আমাদের প্রতিষ্ঠানে সকাল ৯.৩০ থেকে দুপুর ২.০০ টা পর্যন্ত ভর্তি কার্যক্রম চলেছে।
Number of participants
8
Service hours
56
Location
Bangladesh
Topics
Youth Programme
Youth Engagement
Personal safety
Legacy BWF

Share via

Share