
চতুর্থ জাতীয় অ্যাগোনরী ২০০৫
গত ১৪ হতে ১৮ এপ্রিল, ২০০৫ তারিখ অনুষ্ঠিত চতুর্থ জাতীয় অ্যাগোনরী, খুলনা আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, পুলেরহাট, যশোর এ অনুঠিত হয়েছে। উক্ত অ্যাগোনরীতে আমাকে কর্মকর্তা হিসাবে দ্বায়িত্ব প্রদান করার জন্য বাংলাদেশ স্কাউটস, এক্সটেনশন স্কাউটিং বিভাগকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছে।