চট্টগ্রাম ও সিলেট  বিভাগীয়  সিনিয়র রোভার  মেট ও সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড ওয়ার্কশপ"

চট্টগ্রাম ও সিলেট বিভাগীয় সিনিয়র রোভার মেট ও সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড ওয়ার্কশপ"

বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল কর্তৃক আয়োজিত "চট্টগ্রাম ও সিলেট বিভাগীয় সিনিয়র রোভার মেট ও সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড ওয়ার্কশপ" অনলাইন জুম অ্যাপের মাধ্যমে অনুষ্ঠিত। ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সিনিয়র সহ সভাপতি, প্রফেসর আবুল কালাম চৌধুরী। স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সম্মানিত সম্পাদক প্রফেসর এ কে এম সেলিম চৌধুরী, এছাড়া আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সম্মানিত আঞ্চলিক উপ কমিশনার প্রোগ্রাম, শরীফুল ইসলাম এবং ওয়ার্কশপ পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন, রোভার অঞ্চলের সম্মানিত উপ কমিশনার সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য, হেদায়তুল ইসলাম প্রিন্স। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন রোভার অঞ্চলের সম্মানিত যুগ্ম সম্পাদক, ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সম্মানিত উপ পরিচালক পি.আর.এস. আবুল খায়ের, পি.আর.এস. মোহাম্মদ কায়েস, পি.আর.এস. ফরহাদ হোসেন। প্রোগ্রাম সফল ভাবে সম্পূর্ণ করতে সার্বিক ভাবে সহায়তা করেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় প্রতিনিধি রোভার রাসেল সরকার ও রোভার হাফিজুর রহমান রাহাদ বিভাগীয় সিনিয়র রোভার মেট প্রতিনিধি, বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চল, সিলেট বিভাগ। অংশগ্রহনকারী হিসেবে চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১০০ জন রোভার ও গার্লস ইন রোভার অংশ গ্রহণ করেন। এই ওয়ার্কশপে অংশগ্রহণকারী রোভার ও গার্লস ইন রোভারবৃন্দের মাধ্যমে বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলে পি.আর.এস. ও সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড প্রাপ্তির সংখ্যা বৃদ্ধি পাবে বলে প্রধান অতিথির বক্তব্যে আশাবাদ ব্যক্ত করেন প্রফেসর আবুল কালাম চৌধুরী। পাশাপাশি তিনি এই প্যান্ডামিক পরিস্থিতিতে সকল রোভার বৃন্দের প্রতি লকডাউন এ স্বাস্থ্য বিধি মেনে চলতে উদ্বাত্ত আহবান জানান।
Number of participants
100
Service hours
300
Topics
Youth Programme
Youth Engagement
Personal safety
SDGS

Share via

Share