চট্রগ্রাম বিভাগীয় রোভার মেট র্কোস ২০১৯
চট্রগ্রাম বিভাগের অর্ন্তগত খাগড়াছডি জেলা রোভারের ব্যবস্থাপনায় ২৪-২৮ এপ্রিল ২০১৯ খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে এই মেট র্কোস অনুষ্ঠিত হয়। এতে ৪৬ জন প্রশিক্ষণার্থী,ভোলান্টিয়ার ও ট্রেইনার সহ মোট ৬০ জন এতে সাফল্যর সাথে অংশগ্রহণ করে।