চিলমারীতে আর আই আইটি রোভার গ্রুপের শীতবস্ত্র বিতরণ
উত্তরে জেঁকে বসেছে শীত। কয়েক দিনের শৈত্য প্রবাহে জরাজীর্ণ অবস্থায় দিন কাটাচ্ছে নদী এলাকার মানুষ। প্রয়োজন পর্যাপ্ত গরম কাপড়ের।
ঢাকাস্থ আন নাদিল ইমদাদি আল ইসলামি এর সার্বিক সহযোগিতায় রংপুর আইডিয়াল ইনস্টিটিউট অব টেকনোলজি রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে অসহায় মানুষদের শীত বস্ত্র বিতরন করা হয়েছে।
এর আগে ১৯শে ডিসেম্বর আর.আই.আই.টি রোভার সদস্যরা কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা ইউনিয়নে বাঁধের মোড় এলাকার বাড়ি বাড়ি গিয়ে প্রাথমিক সার্ভের মাধ্যমে ১৭০টি পরিবারের মাঝে টোকেন বিতরণ করেন।
২০শে ডিসেম্বর বেলা দুইটায় রমনা ইউনিয়নের রমনা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শীত বস্ত্র হিসেবে কম্বল প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন আন নাদিল ইমদাদি আল ইসলামি এর সভাপতি আরিফুর রহমান, রমনা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবেদ হোসেন, সমতট ওপেন স্কাউট গ্রুপের মাসুদ হোসেন ও আহসান হাবীব। রংপুর আইডিয়াল ইনস্টিটিউট অব টেকনোলজি এর সিনিয়র রোভার মেট মোঃ আবু হাসনাত,রোভার মেট সাইফুর রহমান, রোভার মেট ইয়াছির আরাফাত, রোভার মেট নাঈম বাবু,রোভার শুভ ব্যানার্জি, রোভার রিফাদুল হাসান, রোভার দ্বীপক কুমার রায়, রোভার ইয়াসিন আলী ও রোভার আব্দুর রাজ্জাক।
আন নাদিল এর সভাপ্রধানে আরিফুর রহমান বলেন-আমরা দেশের বিভিন্ন প্রান্তে অসহায় মানুষদের জন্য সহায়তা প্রদান করি। আমরা আপনাদের দোয়া প্রত্যাশা করছি যেন এভাবে মানুষের সহযোগিতা করতে পারি।