“চারপাশে ময়লা নাই, এমন একটা দেশ চাই” এ স্লোগানে জয়পুরহাটে ‘দেশটাকে পরিস্কার করি’ দিবস পালিত হয়েছে।
Profile picture for user Salehur Rahman Sajeeb_1
Bangladesh

“চারপাশে ময়লা নাই, এমন একটা দেশ চাই” এ স্লোগানে জয়পুরহাটে ‘দেশটাকে পরিস্কার করি’ দিবস পালিত হয়েছে।

“চারপাশে ময়লা নাই, এমন একটা দেশ চাই” এ স্লোগানে জয়পুরহাটে ‘দেশটাকে পরিস্কার করি’ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ১৫ সেপ্টেম্বর সকাল ১০.০০ হতে পরিবর্তন চাই এর উদ্যোগে এবং ক্লিন এন্ড গ্রীন সিটির সহযোগীতায় প্রায় ২৫০ জন স্কাউট/রোভার স্কাউট,বিএনসিসি ও সাধারন শিক্ষার্থী স্থানীয় শহীদ ডা. আবুল কাশেম ময়দানে একত্রিত হয় এবং সেখান থেকে র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালির আগে উপস্থিত সকলে মিলে জাতীয় সঙ্গীত গাওয়া হয় এবং দেশটাকে পরিষ্কার করার লক্ষে শপথ বাক্য পাঠ করান মাতৃভূমি অটিজমের প্রতিষ্ঠাতা ও জয়পুরহাট গ্রীন সিটি এন্ড ক্লীন সিটির উপদেষ্টা জনাব মোঃ তিতাস মোস্তফা। শপথ পাঠ শেষে স্কাউট, রোভার স্কাউট, বিএনসিসি ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১০টি গ্রুপ হয়ে শহরের বিভিন্ন স্থানে রাস্তা ঘাট পরিষ্কার পরিচ্ছন্নতা শুরু করেন। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র রায়, জেলা রোভার স্কাউট লিডার জনাব রুহুল আমিন, জয়পুরহাট সদর উপজেলা স্কাউটসের সম্পাদক মোঃ হাসানুজ্জামান হাসান, জয়পুরহাট পরিবর্তন চাই এর কমান্ডার ও ক্লিন এন্ড গ্রীন সিটির সভাপতি মোঃসালেহুর রহমান সজীব সহ গ্রীন এন্ড ক্লীন সিটি জয়পুরহাট এছাড়াও কার্যনিবর্বাহী সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
Started Ended
Number of participants
247
Service hours
988
Location
Bangladesh
Topics
Youth Programme
Good Governance
Youth Engagement

Share via

Share