
BP(Baden Paoul) দিবস
লর্ড ব্যাডেন পাওয়েল হলেন স্কাউট এর প্রতিষ্ঠাতা।এক মানুষকে সৎ, চরিত্রবান, সুশীল,সুশৃঙ্খল ভাবে গড়ে তুলতে ১৯০৭ সালে রবার্ট স্টিফেনসন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল এর হাতে গড়ে ওঠে এক যুগান্তকারী সংগঠন যা আমরা স্কাউট নামে চিনি।এই আন্দোলন এর মাধ্যমে দেশ ও দশের উপকার ছাড়া অপকার হয় না। তাই এই মহান মানুষটির জন্ম দিবস(22 February) টি BP দিবস হিসেবে সারা বিশ্বে পালিত হয়।