Profile picture for user tahmidhashem
Bangladesh

Book Garage - সবার জন্য বই

আমাদের এই সোনার বাংলাদেশে এখনো অনেক শিশুই বই পড়ার অধিকার থেকে বঞ্চিত। অনেকে আছে অর্থের অভাবে বই কিনতে পারে না। আবার বর্তমানের শিশুরা মোবাইল ফোন যেনো রাখতেই চায় না। তাই পার্কে একটি - Book Garage, বই-র ভ্রাম্যমাণ ছোট একটি বক্স স্থাপন করা হয়, যাতে শিশুরা গল্পের বই পড়তে পারে। এখানে যাদের পুরাতন বই আছে তারা তা রেখে যাবেন, আর নতুনরা বই পড়া শেষে ফেরত দিয়ে যাবেন।
অনেক দিন এর পিছনে সময় ব্যয় করার পর ২০ তারিখ বিকেল ৫ টায় উত্তরা ৬ নং সেক্টরে এটি উদ্ভোদন করা হয়। সারা বাংলাদেশে এমন ৩০ টির বেশি book garage রয়েছে। এটির মূল উদ্যোগ নিয়েছে - Grow your reader আর sponsor হিসেবে সহযোগিতা করে Goofi world.
শিশুরা যেনো যেকোনো যায়গায় গেলে বই পরার আনন্দ উপভোগ করতে পারে তাই, যেখানে সেখানে এসব ভ্রাম্যমাণ book garage স্থাপনের উদ্যোগ নেয়া হয়। যাদের বই পড়া শেষ তারা ফেরত দিয়ে যাবেন, আর যআদের কাছে পুরাতন বই আছে তারা দিয়ে যাবেন, এভাবে একটি চক্র সম্পন্ন হবে।
অর্থ(money) এবং মোবাইল যেনো শিশুর বই পড়ায় বাধা না হয়। ইচ্ছা থাকলেই যেকোনো যায়গায় বই পড়া সম্ভব। শিশুরা যেনো বই পড়তে ভয় না পায়, এবং আনন্দের সাথে বই পড়ে।
Number of participants
7
Service hours
6
Beneficiaries
30
Location
Bangladesh
Topics
Youth Engagement
Good Governance

Share via

Share