Birthday Celebration Of Project IZKHIR

Birthday Celebration Of Project IZKHIR

প্রজেক্ট ইযখির পরিচালিত স্কুলের শিক্ষার্থীদের সাথে প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। Better World Fremwork initiative বাস্তবায়ন করতে বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে এসডিজি লক্ষ্যমাত্রা নির্ধারন করে স্বপ্নবাজ একটি যুব টিম ২০২০ সালের ১০ মার্চ গঠন করে "প্রজেক্ট ইযখির" । বাংলাদেশ স্কাউটস এর Messengers of Peace, SAW, Earth Tribe ইত্যাদি Initiative বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করছে। সেচ্ছাসেবী এই সংগঠনে স্কাউট এবং নন স্কাউট উভয় কাজ করছে। প্রজেক্ট ইযখির যাত্রা শুরুর পর ইতোমধ্যে এসডিজি ৪ এবং ১৩ সাফল্যের সাথে বাস্তবায়ন করছে । অসহায় শিক্ষা বঞ্চিত শিশুদের জন্য স্কুল কার্যক্রম অন্যতম। এছাড়াও প্রজেক্ট ইযখির আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন, শিশুদের নিয়ে বিভিন্ন প্রোগ্রাম আয়োজন, শিশুদের নিয়মিত পুষ্টিকর খাবার পরিবেশন, পরিষ্কার পরিচ্ছন্নতা, ডাস্টবিন স্থাপন, বৃক্ষরোপণ অভিযান ইত্যাদি পরিচালনা বাস্তবায়ন করছে। বৈষ্ণিক মহামারীর সময় আমাদের কার্যক্রম গুলো সীমিত পরিসরে স্বাস্থ্য বিধি মেনে অনুষ্ঠিত হয়। শুভ জন্মদিন "প্রজেক্ট ইযখির"।❤️ #ProjectIZKHIR #projectizkhir #প্রজেক্ট_ইযখির #Scouts4SDGs #SDG4QualityEducation #MassengerofPeace #MoP #BangladeshScoutsWOSM #Supportsanto #santo
Number of participants
30
Service hours
180
Topics
Youth Programme
Youth Engagement
Personal safety

Share via

Share