Bangladesh

ভয়াবহ বন্যায় আশ্রয়হীন মানুষকে সাহায্য

২০২২ সালের জুন মাসের মধ্যে থেকে বাংলাদেশের সিলেট জেলা সহ বিভিন্ন জেলা বন্যার পানিতে প্লাবিত হয়ে যায়। এই সময় অনেক মানুষের ঘর বাড়ি পানির নিচে তলিয়ে যায়, আশ্রয়হীন হয়ে পরে লাখ লাখ মানুষ, এই সময় আমি আমার এলাকায় অসহায় মানুষদের আশ্রয় দেওয়ার জন্য আমি ও আমাদের শতাব্দী মুক্ত স্কাউট দলের সদস্যরা দিন রাত পরিশ্রম করি, আশ্রয়হীন মানুষের মুখে আমরা একটু হলে ও হাসি দেখেছি। যার ফলে আমরা আমদেরকে সফল মনে করেছি।
২০২২ সালের ভয়াবহ বন্যায় সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার শত শত গ্রাম বন্যায় প্লাবিত হয়ে যায় এই বন্যার কপাল থেকে মানুষকে আশ্রয় দিতে বোয়ালদের বাজার উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে মানুষকে আশ্রয় নিতে সাহায্য করছে শতাব্দী মুক্ত স্কাউট দলের প্রেসিডেন্টস স্কাউট তাহমিদুল ইসলামসহ আরো অনেক স্কাউটরা।
এই সময় অনেক মানুষের ঘর বাড়ি পানির নিচে তলিয়ে যায়, আশ্রয়হীন হয়ে পরে লাখ লাখ মানুষ, এই সময় আমি আমার এলাকায় অসহায় মানুষদের আশ্রয় দেওয়ার জন্য আমি ও আমাদের শতাব্দী মুক্ত স্কাউট দলের সদস্যরা দিন রাত পরিশ্রম করি, আশ্রয়হীন মানুষের মুখে আমরা একটু হলে ও হাসি দেখেছি।
আমি এই প্রজেক্ট থেকে শিখেছি যে আমি যেন সব সময় সকল ধরনের দুর্যোগ মোকাবেলায় সদা প্রস্থুত থাকতে পারি।
Started Ended
Number of participants
35
Service hours
2100
Beneficiaries
1000
Location
Bangladesh
Topics
Clean Energy
Health lifestyles
Healthy Planet
Initiatives
Environment and Sustainability

Share via

Share