ভর্তি পরীক্ষা ২০১৯ : ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সেবাদান কার্যক্রম
গত ১৩ই সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর ২০১৯ প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ, বি,সি এবং ডি ইউনিটের ভর্তিপরীক্ষা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের প্রত্যন্ত এলাকার বিভিন্ন জায়গা থেকে স্বপ্ন পূরণের উদ্দেশ্যে ভর্তিযোদ্ধারা পাড়ি জমিয়েছিল প্রাচ্যের এই অক্সফোর্ডে । তাদের স্বপ্ন জয়ের সারথী হিসেবে আমরা ছিলাম প্রায় অর্ধশতাধিক রোভার। নিজেদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করেছিলাম। সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছিল তাদের ভর্তিযুদ্ধ। দায়িত্ব পালন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট ফয়সাল আলম খান বাপ্পি বলেন, "রোভার স্কাউট এর মটো হল সেবা। নিজের সেবা,সমাজ সেবা ও আন্দোলনে সেবার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ অনেক দূর এগিয়ে যাবে বলে আমি আশাবাদী।”