Profile picture for user hossainbiplobyyy@gmail_1
Bangladesh

ভিটামিন এ+ ক্যাম্পেইন-২০২০

#ভিটামিন_এ_প্লাস_ক্যাম্পেইন সারা দেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আগামী রবিবার উদযাপন করা হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ৫ বছর বয়সী সব শিশুকে নিকটস্থ টিকাদান কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ভিটামিন ‘এ’ শিশুর রাতকানা রোগ প্রতিরোধ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়। এ বছর ২ কোটিরও বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউট রোভার স্কাউট গ্রুপ সচারাচর সবসময় সেবামূলক কার্যক্রমে অংশগ্রহণ করে থাকে।ঠিক একইভাবে প্রতিবারের ন্যায় এবারও করোনা পরিস্থিতিতেও নির্দিষ্ট স্বাস্থ্যবিধি মেনে সম্পূর্ণ নিরাপত্তা সামগ্রী মাস্ক,গ্লোবস ব্যবহার করে আগামীকাল স্ব-শরীরে উপস্থিত হয়ে কার্যক্রমে অংশগ্রহণ করবে। উক্ত কার্যে বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউট রোভার স্কাউট গ্রুপ।
Number of participants
10
Service hours
80
Topics
Personal safety
Legacy BWF

Share via

Share