ভার্চুয়াল(অনলাইন) ঈদ আড্ডা অনুষ্ঠান-২০২০ ইং
গত ০৮ আগস্ট ২০২০ ইং প্রতি বারের মতো করোনাকালীন সময়ে ভার্চুয়ালে রাজশাহী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ-এ ঈদ আড্ডার অনুষ্ঠানের আয়োজন করা হয়।উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন রাঃ বিঃ রোভার স্কাউট গ্রুপের সম্মানিত সম্পাদক স্যার মহা. নাসিম রেজা স্যার,ডিআরএসএল মোঃ হেলাল উদ্দিন স্যার, আরএসএল নূরু ইসলাম বাবু স্যার, আরএসএল সৈয়দ তৌফিক জহুরি স্যার এবং সাবেক গ্রুপ সম্পাদক চির তরুণ আমাদের আবুল কালাম (বাদশা) স্যার এবং আরও উপস্থিত ছিলেন আমাদের গর্ব পিআরএস প্রাপ্ত এম.এম. কামরুল হাসান স্যারসহ সহচর, সদস্যসহ বিভিন্ন স্তরের রোভার ও গার্ল-ইন-রোভারবৃন্দরা।ক্রু-মিটিং শেষে রোভার ও গার্ল-ইন-রোভার সকলে মিলে মনোমুগ্ধকর অনলাইনে তাবুজলসার মাধ্যমে সমাপ্তি ঘটে।