ভার্চুয়াল ক্যাম্প ফায়ার।
করোনা মোকাবিলার জন্য স্কাউটের সব কার্যক্রম বর্তমানে অনলাইনে করা হইতেছে।ভার্চুয়াল ক্যাম্প ফায়ার ২৬ এপ্রিল ২০২০ সালে অনলাইন মাধ্যমে সম্পন্ন হয়। এই ভার্চুয়াল ক্যাম্প ফায়ারে গ্রুপ সভাপতি,এডাল্টলিডারগণ ও রোভােরেরা উপস্থিত ছিলেন।৪৮জন উপস্থিত ছিলেন।