ব্যাডেন পাওয়েলের ১৬৪তম জন্মদিন পালিত ২২শে ফেব্রোয়ারী ২০২১
গাজীপুরে স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েলের ১৬৪তম জন্মদিন নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে।বাংলাদেশ স্কাউটস গাজীপুর জেলা রোভার এর উদ্যোগে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিলো ব্যাডেন পাওয়েলের জীবনী আলোচনা সভা, কেক কাটা। কাজী আজিমউদ্দিন কলেজ মিলনায়তনে সোমবার সকালে আয়োজিত আলোচনা সভায়, প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সহ সভাপতি অধ্যক্ষ এম এ বারী। গাজীপুর জেলার রোভার স্কাউট কমিশনার অধ্যক্ষ রফিকুল ইমলামের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মাঝে অধ্যক্ষ শরিফুল ইসলাম DRC , অধ্যক্ষ হারুন অর রশিদ তালুকদার, অধ্যক্ষ আব্দুস সালাম, জেলা রোভার মাননীয় সম্পাদক মোফাজ্জল হোসেন,যুগ্ন- সম্পাদক এ্যাডভোকেট আনোয়ার হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, শিশু কিশোর ও যুবদের সুনাগরিক ও সৎচরিত্রবান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিশ্বের ২১৪টি দেশে প্রচলিত স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা ব্যাডেন পাওয়েলের কালজয়ী পরিকল্পনা সুষ্ঠু বাস্তবায়ন হলে বিশ্বশান্তি নিশ্চিত হবে। ব্যাডেন পাওয়েলের ১৬৪তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এসব কর্মসূচিতে গাজীপুর জেলার বিভিন্ন কলেজ ও মুক্ত রোভার গ্রুপের শতাধিক রোভার স্কাউট ছেলেমেয়ে যোগদান করেন।