Profile picture for user Scout shawon_1
Bangladesh

বৃক্ষরোপণ ও গাছ বিতরণ কর্মসূচি ২০২৫

আমরা লক্ষ্য করি যে, আমাদের এলাকার গাছপালা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে, যার ফলে জলবায়ু পরিবর্তন, তাপমাত্রা বৃদ্ধি এবং পরিবেশগত ভারসাম্যের সমস্যা বাড়ছে। স্থানীয় জনগণের সাথে কথা বলে বুঝতে পারি যে অনেকেই গাছ লাগাতে চান, কিন্তু পর্যাপ্ত চারা বা নির্দেশনা না থাকার কারণে করতে পারেন না। এটি সরাসরি SDG 13 (জলবায়ু কর্মপরিকল্পনা) ও SDG 15 (স্থলজ জীবনের সংরক্ষণ) এর সাথে সম্পর্কযুক্ত।

আমাদের ইউনিট সদস্য ও স্কাউটরা মিলে একটি কার্যকরী পরিকল্পনা গ্রহণ করি: ১ম ধাপে, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় রোপণ উপযোগী জায়গা নির্বাচন করি ও প্রাথমিক ভাবে  ১০০টি বৃক্ষরোপণ করার চিন্তা করি।২য় ধাপে, অর্থায়ন ও পরিকল্পনা বাস্তবায়ন স্বরপ আমরা প্রায় ৩০০টি ফলজ/বনজ চারা স্কাউট সাধারণ মানুষের মধ্যে বিতরণ করে তাদের পরিবেশ-সচেতন করতে উদ্বুদ্ধ করি ও আমরা ১০০ টি চারা নিজেরা রোপণ করি।

আমরা এই প্রকল্পের অভিজ্ঞতা, অর্জন ও চিত্রসমূহ সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করি। পাশাপাশি আমরা উপলব্ধি করি কিভাবে সবার সাথে একত্রে কাজ করা যায় পাশাপাশি, আমরা এই কার্যক্রমকে Scouts for SDGs Action Hours হিসেবে রিপোর্ট করবো এবং আগামীতেও পরিবেশ-বান্ধব প্রকল্পে সক্রিয় ভূমিকা রাখতে প্রতিজ্ঞাবদ্ধ।

Number of participants
40
Service hours
6
Beneficiaries
450
Location
Bangladesh
Topics
Clean Energy
Nature and Biodiversity
Healthy Planet
Initiatives
Environment and Sustainability

Share via

Share