বৃক্ষরোপণ কর্মসূচি--রেডিও কলোনি
বাসাদের সাংগঠনিক সম্পাদক ফাহমিদ শিশিরের পিতার প্রয়াণ দিবস উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি-২০২০।এ কর্মসূচি ২-১০-২০২০ তারিখ সকাল থেকে শুরু হয়ে ৩-১০-২০ তারিখ বিকাল পর্যন্ত ২ দিন ব্যাপী চলে। উক্ত কর্মসূচি তে উপস্থিত ছিলেন আমাদের প্রিয় শিক্ষক বাবু স্যার । এছাড়াও উপস্থিত ছিলেন ইমরান ভাই ও বাংলাদেশ স্বাংস্কৃতিক দল (বাসাদ) এর সকল সদস্য।
স্থানঃরেডিও কলোনি মডেল স্কুল প্রাঙণ।
ধন্যবাদ
সাব্বির আহমেদ
সহকারী প্রচার সম্পাদক (বাসাদ)