
বৃক্ষরোপণ কর্মসূচি
বৃক্ষ প্রাকৃতিক পরিবেশের অপরিহার্য উপাদান। পরিবেশ রক্ষা, প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখা এবং জীববৈচিত্র্য টিকিয়ে রাখার জন্য বৃক্ষ রোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব রোধে এটি একটি কার্যকর উপায়।
বৃক্ষ রোপণ মানে শুধু গাছ লাগানো নয়, বরং তাকে যত্নসহ লালন-পালন করাও অত্যন্ত জরুরি। গাছ আমাদের অক্সিজেন সরবরাহ করে, বায়ু বিশুদ্ধ রাখে এবং মাটির ক্ষয় রোধ করে। শহর ও গ্রামে পরিকল্পিতভাবে গাছ লাগালে তা সৌন্দর্য বৃদ্ধি করার পাশাপাশি ছায়া ও আশ্রয় প্রদান করে। স্কুল, কলেজ, অফিস এবং রাস্তার পাশে বৃক্ষ রোপণ কর্মসূচি চালু করা দরকার।
পরিবেশকে রক্ষা করতে হলে আমাদের প্রত্যেককে বৃক্ষ রোপণে এগিয়ে আসতে হবে। একটি গাছ মানে একটি প্রাণ, একটি ভবিষ্যৎ। তাই এখনই সময় — গাছ লাগাই, জীবন বাঁচাই।