Profile picture for user mishkat184
Bangladesh

বৃক্ষরোপণ কর্মসূচি

বৈশ্বিক উষ্ণায়নের অন্যতম কারণ দিন দিন গাছ কমে যাওয়া।মানুষ প্রতিনিয়ত অসংখ্য পরিমাণে গাছ কেটেই চলেছে কিন্তু সেই হারে গাছ লাগানো হয়না।এর পরিপ্রেক্ষিতে বৃক্ষ রোপণ কর্মসুচি আয়োজন করা হয়।
সুবর্ণ জয়ন্তী রোভার মুটে, "প্রত্যেকে মোরা পরের তরে" চ্যালেঞ্জের অংশ হিসেবে রোভার স্কাউটরা বাহাদুরপুরের পশ্চিম বাউপাড়া গ্রামে রাস্তার দুইধারে চারা রোপণ এবং প্রতিটি পরিবারকে গাছের চারা বিতরণ করে।
গাছ গুলোর নিয়মিত পরিচর্যা করে বড় করে তুললে পরিবেশ থেকে অনেক পরিমাণ কার্বন ডাই অক্সাইড শোষণ এবং অক্সিজেন সরবরাহ করতে পারবে।ফলজ বৃক্ষ হতে ফল পাওয়া যাবে।ঔষধি গাছ বিভিন্ন প্রয়োজনে ব্যাবহার করা যাবে।
Number of participants
5
Service hours
3
Beneficiaries
15
Topics
Nature and Biodiversity
Clean Energy
Healthy Planet
Healthy Planet
Initiatives
Environment and Sustainability

Share via

Share